বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘ছাত্রলীগে কোনো গ্রুপিং নেই, এটাই শেখ হাসিনার ছাত্রলীগ, এটাই বঙ্গবন্ধুর ছাত্রলীগ।’ গতকাল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে জেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।
শোভন বলেন, ‘২৮ বছর বয়সে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন দেশের অসহায় মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য, পাকিস্তানিদের কাছ থেকে দেশকে স্বাধীন করার জন্য। কিছুদিন পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উদযাপন করব। বাংলাদেশ ছাত্রলীগকে এমন কিছু কাজ করতে হবে, এমন আদর্শ ধারণ করতে হবে যেন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পায়।
তিনি বলেন, ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ছাত্রলীগ দেশ স্বাধীন করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা একদিক দিয়ে হতভাগা, আমরা বঙ্গবন্ধুর স্পর্শ পায়নি। আরেক দিক দিয়ে সৌভাগ্যবান আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্পর্শ পেয়েছি। পরবর্তী যে প্রজন্ম ছাত্রলীগে আসবে হয়তোবা তারা শেখ হাসিনার স্পর্শ পাবেন না।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
বিডি-প্রতিদিন/শফিক