নির্যাতিত-নিপীড়িত শিশু ও নারীদের আইনগত সহায়তাসহ সুরক্ষা দেয় পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার। বৈদেশিক অর্থ-সহায়তাপুস্ট বেসরকারী ৭টি উন্নয়ন সংস্থা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারকে নানাভাবে সহায়তা করে। উন্নয়ন সংস্থাগুলোর সাথে চুক্তি নবায়ন উপলক্ষ্যে মঙ্গলবার এক সভা করে ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা।
নগরীর লাইন রোডের ভিকটিম সাপোর্ট সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-কমিশনার আবু রায়হান মো. সালেহ, উপ-কমিশনার মো. জাহাঙ্গীর মল্লিক, উপ-কমিশনার খায়রুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারকে সহায়তা দেওয়া ৭টি বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বরিশালে ভিকটিম সাপোর্ট সেন্টার ও ৭টি বেসরকারী উন্নয়ন সংস্থার মধ্যে এক বছর মেয়াদে নতুন চুক্তি নবায়ন হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার