খুলনার খানজাহান আলী থানার বাইপাস সড়কে ট্রাকচালক শমসের মণ্ডল (৫৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে ছিনতাইকৃত বাঁশ ভর্তি ট্রাকটি উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে চুয়াডাঙ্গা থেকে ৩ জন ও খুলনার বটিয়াঘাটা থেকে ১ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন আলমডাঙ্গা থানা এলাকার হ্যাপি, চুয়াডাঙ্গার রাকিব হোসেন রিয়াজ ও মো. ইয়াসিন ও বটিয়াঘাটা উপজেলার বাঁশ ক্রেতা ইউনুস আলী।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে চুয়াডাঙ্গা ও ১ জনকে বটিয়াঘাটা থেকে আটক করা হয়েছে। এছাড়া লবনচরার সাচিবুনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গতকাল সোমবার ভোর রাতে রূপসা সেতুর বাইপাস সড়কে চিংড়িখালী এলাকায় ট্রাক চালক শমসের মণ্ডল (৫৫) কে কুপিয়ে হত্যা ও তার ছেলে রোকন (৩৮) কে জখম করে বাঁশ ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/শফিক