'যৌন আক্রমণ আর না' স্লোগানে নেত্রকোনার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ধর্ষণ, হত্যা, যৌন অত্যাচারসহ সকল অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
শ্রম উন্নয়ন সংস্থা, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, ইউনিয়ন নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা পরিষদ, নারী প্রগতি সংঘ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাবলম্বীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়।
একযোগে একই ব্যানারে জেলার কেন্দুয়া, পূর্বধলা, মদন, মোহনগঞ্জ, বারহাট্টায় আরও ৬ উপজেলায় এই মানববন্ধন পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- স্বপন পাল, তাহেজা বেগম, কোহিনূর বেগম, মৃনাল কান্তি চক্রবর্তী, তুষার বিশ্বাস, আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন জারি রাখতে হবে। সেই সাথে জেলার সকল সংগঠিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম