সামাজিক নিরাপত্তা সুরক্ষা কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে ৯ জন ভিক্ষুকের মাঝে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা উপকরণ এবং ১২টি ইউনিয়নের ১২ জন কৃষকের মাঝে ক্ষতিকর কীটপতঙ্গ ধরার সৌর আলোর ফাঁদ মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম