নারী ও শিশুদের উপর যৌন সহিংসতার বিরুদ্ধে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা এবং সকল প্রকার যৌন সহিংসতার বিরুদ্ধে ‘নারীপক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থার’ যৌথ উদ্যোগে মঙ্গলবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট এবং তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মসহ বিভিন্ন যুব সংগঠনের তরুণ-তরুনীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগমের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রতীমা সরকার, বেসরকারী উন্নয়ন সংস্থা এসইউভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা এবং বিএসডিপি’র প্রতিনিধি মো. জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুর উপর যৌন সহিংসতা নতুন কোন বিষয় নয়। ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। দেশে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মহোৎসব চলছে। নারী ও শিশুরা পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও নিরাপদ নয়। নারীকে যথার্থ সম্মান প্রদান এবং দ্রুততার সাথে উপযুক্ত শাস্তির মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয় মানববন্ধনে।
বিডি প্রতিদিন/হিমেল