সারাদেশে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভূষিরবন্দরে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত দিনাজপুরের ভূষিরবন্দরে জেএসকেএস'র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন'র সহযোগিতায় এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা বলেন, পত্রিকার পাতায় প্রতিদিন নারী শিশু ধর্ষণের সংবাদ প্রকাশ হচ্ছে। এতে অভিভাবকরা নিজের সন্তানদের বাড়ির বাহিরে যেতে শংকিত বোধ করছে।
জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তাফা কামাল বলেন, নারী শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে সোচ্চার এবং সচেতন হতে হবে।
মানববন্ধনে বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বর্ণমালা বিদ্যালয়, জনকল্যাণ পাঠাগার ও ক্লাব'র শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার