দিনাজপুরের বীরগঞ্জে মো. ফরহাদের বাড়িতে পালিত গাভী একটি পাঁচ পায়ের সাদা রঙের বাছুরের জন্ম হয়েছে। বাছুরের জন্মের পর থেকে স্থানীয়রা ছাড়াও দুর-দুরান্তের মানুষ ওই বাছুরটিকে দেখতে ভীড় করছে।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপি’র বলরামপুর গ্রামে বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে মো. ফরহাদের বাড়িতে তার পালিত গাভীর গত শুক্রবার মধ্য রাতে পাঁচ পায়ের সাদা রঙের বাছুরের জন্ম হয়।
ফরহাদ জানান, শুক্রবার সারাদিন গরুর পরিচর্যা শেষে গোয়াল ঘরে গাভীটি রেখে ঘুমিয়ে পড়ি। সকালে গোয়াল ঘর পরিষ্কার করতে গেলে দেখতে পাই, গাভীটির প্রসব করা বাছুরটির ঘাড়ের উপর দিয়ে অতিরিক্ত একটি পা । বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অফিসকে অবগত করা হয়েছে। পরে প্রাণিসম্পদ অফিসার এসে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে গাভী ও বাছুরটি সুস্থ আছে। এখন গাভীটির বাছুর দেখতে প্রতিদিন আমার বাড়িতে মানুষের ঢল দেখা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক