নরসিংদীর রায়পুরায় সুরুজ মিয়া (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুরুজ মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দী গ্রামের মৃত করম আলীর ছেলে।
রায়পুরা থানার উপ-পরিদর্শক দেব দুলাল জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শ্রীরামপুর এলাকার একটি পুকুরে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক