নরসিংদীর মনোহরদীতে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে আজ মঙ্গলবার ধর্ষক বৃদ্ধ দুলাল মিয়াকে (৬৫) পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত দুলাল বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
নির্যাতিতার পারিবার জানায়, প্রায় ৩ মাস আগে বৃদ্ধ দুলাল মিয়া পানি খাওয়ার নাম করে তাদের বাড়িতে যায়। সে সময় ধর্ষিতার পরিবারের লোকজন কৃষি কাজের জন্য বাড়ির বাইরে ছিল। বাড়িতে একা পেয়ে দুলাল মিয়া কিশোরীটিকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয় কাউকে জানালে কিশোরীকে মেরে ফেলার হুমকি প্রদান করে। জীবন বাঁচাতে ধর্ষিতা কিশোরী কাউকে কিছু বলেনি। কিন্তু কয়েক মাস পর ধর্ষিতা কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন এলাকায় বিষয়টি জানাজানি হয়। বিষয়টি ধামাচাপা দিতে দুলাল মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হয় এবং দেড় লক্ষ টাকায় বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করে। পরে ইউপি চেয়ারম্যান তাকে পুলিশে সোপর্দ করে।
এঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ধর্ষিতা কিশোরীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের পর দুলাল মিয়াকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক