দিনাজপুরের চিরিরবন্দর পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির অফিস কক্ষ থেকে নৈশপ্রহরী মসলেমউদ্দিনের (৫৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি অফিসে রাতে ডিউটিরত ছিলেন মসলেমউদ্দিন। ডিউটিরত অবস্থায় রাতে তিনি অফিসের কক্ষে শুয়ে পড়েন। পরদিন অর্থাৎ আজ মঙ্গলবার অফিস পিয়ন তপু সকাল ৯টায় অফিসে এসে ঘরের ভিতর ছিটকিনি আটকানো অবস্থায় এবং কোন সাড়া শব্দ না পেয়ে অন্যান্য লোকজন ও তার পরিবারের সদস্যদের সংবাদ দেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করান। প্রশাসনের লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।
কেন্দ্রীয় সমবায় সমিতি চিরিরবন্দর শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোকাররম হোসেন মুকুল জানান, রাতে অফিসে ডিউটিরত থাকাকালে কোন এক সময় তিনি মৃত্যুবরণ করে থাকতে পারেন।
বিডি-প্রতিদিন/শফিক