দিনাজপুরের বিরলে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তথ্য মেলা উদ্বোধনের আগে একটি রোড শো বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এ তথ্য মেলায় বিরল উপজেলার বিভিন্ন দফতরের ২৭টি স্টল অংশ গ্রহণ করে।
মঙ্গলবার বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও পল্লী শ্রীর সিএসওএসডিজি প্রকল্পের বাস্তবায়নে উপজেলা চত্বরে এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়।
তথ্য মেলার উদ্ধোধন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহাবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা নাছরিন জাহান, পরিবার পরিকল্পনা অফিসার আজিবুন নেহার, মৎস অফিসার কৃষিবিদ পূরবী রাণী রায়, প্রেসক্লাব সভাপতি এম, এ কুদ্দুস সরকার, বিরল উপজেলা সিএসও সভাপতি আইয়ুব আলী ও কাহারোল উপজেলা সিএসও সভাপতি রশিদুল ইসলাম, নারী নেত্রী মনিকা মর্মু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- পল্লী শ্রী’র ব্যবস্থাপক শামসুন নেহার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম