চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রয় নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যমান তামাকের সকল দোকান অপসারণ করার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে চসিক মঙ্গলবার থেকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ শুরু করেছে। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তামাকজাত দ্রব্য বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের জানানো যাচ্ছে যে, নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোনা প্রকার তামাকজাত দ্রব্যের বিক্রয় বিজ্ঞাপন ও প্রচারণা করা যাবে না। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালের সংশোধণী) এর বিধান মতে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাই আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সকল তামাকজাত দ্রব্য বিক্রয়, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া গেল। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত জেল/জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
বিডি-প্রতিদিন/শফিক