বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশ আজ গভীর সংকটে রয়েছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য জাতীয়তাবদী শক্তির মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।
তিনি বলেন, লন্ডন থেকে তারক রহমান যেভাবে দক্ষতার সাথে বিএনপি পরিচালনা করছেন তা বিশ্বে বিরল ঘটনা। যারা ওয়ান ইলেভেন সৃষ্টি করে তারেক রহমানকে হত্যার নীলনকশা করেছিল তাদের জাতি ক্ষমা করবে না।
তিনি সোমবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, আব্দুর রহমান, এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, ওমর ফারুক খান, মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, জেলা যুবদল আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, রফিকুল ইসলাম, ছাত্রদলের সোহেল রানা, সৌরভ হাসান শিপলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল