যশোরের শার্শায় হাড়ি খালি আম বাগানের ভেতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই বৃদ্ধের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।
সোমবার সকালে শার্শার বাগআচড়া পুলিশ লাশটি উদ্ধার করে।
শার্শার বাগআঁচড়া কেন্দ্রের ইনচার্জ (তদন্ত) শুকদেব রায় জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নাভারন সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি মোড়ের পশ্চিমপাশের আম বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। সে আত্মহত্যা করেছেন, না তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাবে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন