নেত্রকোনা শহরের মোক্তারপাড়া লয়ার্স প্লাজা মার্কেটের নীচ তলায় মুক্তির চেম্বারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটকরা হলেন- রইছ মো. হাবিব খান, সাহিদুল ইসলাম লিটন, মো. আবুল হোসেন, মীর্জা আজিজুর রহমান হাবলু, শেখ আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম বিপব ও মো. আবু সাইদ মজুমদার। তারা সবাই জেলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
শুদ্ধি অভিযানের অংশ হিসেবে রবিবার দিনগত রাত ৩টার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে তারা আটক হন। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, পুলিশের শুদ্ধি অভিযানের সময় তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার হয়। এর আগেও আজাহারুল ইসলাম বিপব মাদক নিয়ে গ্রেফতার হয়েছিলেন।
আটকদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, জুয়া ও মাদকের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেয়া হবে না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম