যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি।
সোমবার সকাল ৯ টার দিকে পুটখালী সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, পুটখালী গ্রামের মুকুল (২৫) এবং বারপোতা গ্রামের আনোয়ার হোসেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক চোরাকারবারীরা ফেনসিডিলের একটি চালান নিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ
আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন