খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতার বাংলাদেশে মধ্যে স্বাস্থ্য সেবার মানের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পর্যায়ে ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সেবার মান নির্ণয়ের স্কোরে খাগড়াছড়ি হাসপাতাল এ স্থান অর্জন করে।
এছাড়া চট্টগ্রামের মধ্যে ১ম স্থানে রয়েছে হাসপাতালটি। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস মিয়া ৫ম স্থান অর্জন করার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা আগামী ডিসেম্বরের যেসব সমস্যা রয়েছে তা সমাধান করে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করার লক্ষ্যে কাজ করে চলেছি। তিনি এ জন্য হাসপাতাল সংশ্লিষ্টসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল