টঙ্গীতে আওয়ামী লীগ নেতা বাদলের বিলাসবহুল 'জাভান' নামে আবাসিক হোটেল ও ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৮ নারী-পুরুষকে আটক করা হয়। তবে ওই হোটেলের মালিককে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে আটকদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
হোটেল ও ক্লাবের মালিক বাদল আওয়ামী লীগের জার্মান প্রবাসী নেতা ও আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা যায়, টঙ্গী এলাকায় জাভান আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ‘ডিসকোবার’ পরিচালিত হয়ে আসছিল।ডিসকোবার-এ প্রতিদিন সন্ধ্যা থেকে সারা রাত অসামাজিক কার্যকলাপ, মাদকের রমরমা ব্যবসা ও উচ্চ শব্দে নাচ ও গান হত। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও উঠে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ওই হোটেলে প্রতি রাতেই চলে অসামাজিক কার্যকলাপ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ১২ তরুণী ও ৬ যুবককে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার