ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিশু রোহান বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ের পাশের পুকুরে ডুবে যায় সে। পরে পরিবারের লোকেরা পানির মধ্যে খোঁজাখুঁজির পর তার লাশ ভেসে উঠে। এ সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন