পুরানো এলসিগুলোর বিপরীতে ভারত সরকার পিয়াজ রফতানির অনুমতি দেওয়ায় বন্ধের দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের পিয়াজ আমদানি করা ট্রাক প্রবেশ করেছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে পিয়াজবাহী ট্রাক বাংলাদেশে পৌঁছে। শুক্রবার ৫৮ ট্রাক পিয়াজ বাংলাদেশে আসবে বলে জানান হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন। এদিকে, ৪দিন পরে স্থলবন্দর দিয়ে আমদানি হওয়ায় দেশের বাজারে পিয়াজের দাম কমবে বলে ব্যবসায়ীরা জানান।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন সাংবাদিকদের জানান, ‘অভ্যন্তরীণ বাজারে পিয়াজের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় গত রবিবার বিকাল থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে পিয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। রফতানি বন্ধ করে দেওয়ায় ভারতের অভ্যন্তরে পিয়াজের আমদানি করা ট্রাক আটকা পড়ে। পুরানো এলসিগুলোর বিপরীতে পিয়াজ রফতানি করতে আমরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আসছিলাম। সেই আলোকে মঙ্গলবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় সেদিন কোনও পিয়াজ রফতানি করেনি দেশটির ব্যবসায়ীরা। পরে বুধবারের বৈঠক ফলপ্রসূ হওয়ায় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া ৮৫২ ডলার মূল্যের পুরানো এলসিগুলোর বিপরীতে ভারত সরকার পিয়াজ রফতানির অনুমতি দেয়। কিন্তু কাস্টমসে সেই অনুমতির কপি না আসায় পিয়াজ রফতানি হয়নি। পরে সন্ধ্যার দিকে সেই আদেশের কপি কাস্টমসে আসে কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় কোনও পিয়াজ দেশে প্রবেশ করেনি। আটকে থাকা পিয়াজগুলো রফতানির জন্য ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে আজ শুক্রবার ছুটির দিনে বন্দর খোলা রাখা হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভারত পিয়াজ রফতানি শুরু করে।
পানামা পোর্ট লিঃ'র ব্যবস্থাপক অসিত কুমার স্যান্নাল জানান, শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত ৩০টি পিয়াজের ট্রাক বন্দরে এসেছে। তবে সরকারি ছুটি বাদে বন্দরে আভ্যন্তরীন লোড-আনলোড কাজ স্বাভাবিক থাকবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ