টাঙ্গাইলে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশু আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে টাঙ্গাইল শহরের এসএসএস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশু আইন বিষয়ে আলোচনা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি নুরজাহান, শাহীন মমতা, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী প্রমুখ।
এ সময় বিভিন্ন আইনজীবী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু অধিকার, সুরক্ষা ও শিশু পাচারসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক