মেহেরপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টিটিসি) এর ৩য় তলা থেকে ৭৬টি কম্পিউটারের পিসি, রেম, প্রসেসর ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গিয়েছে সংঘ বদ্ধ চোরের দল।
রবিবার দিবাগত রাতের কোন এক সময় টিটিসির তৃতীয় তলা দুটি রুমর তালা ভেঙ্গে এ চুরি সংগঠিত হয়।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, রাত ১২টা পর্যন্ত আমি ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলাম। সকালে অফিসে এসে দেখি দুটি কক্ষে তালা ভাঙ্গা এবং সমস্ত কম্পিউটার এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি আরো বলেন, মেহেরপুর ডিবি পুলিশের একটি দল এবং মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, রাতে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল এসির পাইপ বেয়ে ২য় তলায় উঠে। সেখানে একটি তালা ভাঙ্গার পর ৩য় তলায় প্রবেশ করে। তারা দুটি কক্ষের ৭৬ টি সিপিইউ থেকে র্যাম ও প্রসেসার খুলে নিয়ে যায়। ভবনে সিসি ক্যামেরা থাকলেও এসির পাশে কোন সিসি ক্যামেরা নেই। ফলে খুব সহজে তারা ৩য় তলায় প্রবেশ করতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন