বগুড়ায় পাথর ভর্তি ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক-হেলপার ছাড়াও এক মাদক ব্যবসায়ীকে। সোমবার দুপুরে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মাদক ব্যবসায়ী লালমরিহাটের হাতিবান্ধা সিংড়িমারি গ্রামের নজরুল ইসলাম (৪৫), ট্রাক চালক পাটগ্রামের কাঁঠালতলা এলাকার তাহেরুল ইসলাম রশিদ (২২) ও হেলপার একই এলাকার সুরুজ্জামান (২৩)।
ডিবির ওসি আসলাম জানান, তারা সোর্স মারফত রবিবার রাতেই খোঁজ পান যে বুড়িমারী সীমান্ত থেকে পাথর ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এরপর গভীর রাত থেকেই ওৎ পেতে থাকে ডিবি পুলিশের একাধিক টিম। তারা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। ভোরে বাইপাস মহাসড়কের সাবগ্রাম রেলগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচ থেকে ৫১০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এগুলো বিশেষ কায়দায় বানানো বাক্সে লুকানো ছিলো।
বিডি প্রতিদিন/এ মজুমদার