ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ১৩ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শফিউদ্দিন ওরফে শফি ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে কালীগঞ্জের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শফিউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুট্যার গান ও ও ৩ রাউন্ড গুলি।
শফিউদ্দিন আন্ত: জেলা ডাকাত দলের সর্দার। তার নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন