নেত্রকোনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা। 'সু-স্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার' এই স্লোগানে সোমবার বেলা ১২ টায় কলেজ কর্তৃপক্ষ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের কুফল নিয়ে সমাবেশ করেন। সমাবেশ ও আলোচনা সভায় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, কলেজ উপাধ্যক্ষ কাজী ফারুক আহমদ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. কামরুল হাসান প্রমু।
বিডি প্রতিদিন/এ মজুমদার