নরসিংদীতে প্রয়াত মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেনর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে নরসিংদী স্টেশনে অসহায় দরিদ্র ও পথশিশুদের এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোষ্ণমী, সাধারণ সম্পদক শামীম নেওয়াজ প্রমূখ।
উল্লেখ, ২০১১ সালে ১লা নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় তৎকালিন পৌর সভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন