নাটোরের বড়াইগ্রামে হালিমা খাতুন (১২) নামে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতঔল বিলের ভিতর ব্রিজের পাশ থেকে হালিমার মরদেহ উদ্ধার করে।
হালিমা খাতুন ওই ইউনিয়নের গারফা গ্রামের হাসেন আলীর মেয়ে ও গারফা দাখিল মাদ্রাসার ছাত্রী।
এদিকে নিহতের পরিবারের দেয়া তথ্য মতে পুলিশ হালিমার কথিত প্রেমিক একই গ্রামের মুসা প্রামাণিকের ছেলে লাদেন আলীকে খুঁজছে। সোমবার সকালে লাদেন আলীর বাড়িতে গেলে বাড়ির দরজা তালাবদ্ধ পায় সাংবাদিকরা। পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, কথিত প্রেমিক লাদেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বের করা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন