পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পাশে থাকা ৪টি বসতঘরও পুড়ে গেছে। আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি।
অঞ্চলী রাণী বলেন, বেলা আড়াইটার দিকে বাদুরা বাজেরর গকুল চন্দ্র সিকদারের কসমেটিকস এর দোকানের মধ্য থেকে সোলারের ব্যাটারি বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত ঘটে। এসময় তার দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।’
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে-যাতে কেউ লুটপাট বা অন্য কোন ঘটনা না ঘটাতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল