বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার বেলা ১১টায় বাগেরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল এ কর্মশালার উদ্বোধন করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, চেয়ারম্যান আকরামুজ্জামান, রেজাউল করিম নান্না ও জাইকা’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নূরজাহান খাতুন এ সময় উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৫৮ টি মাধ্যমিক বিকদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যগণ অংশগ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/হিমেল