সন্ত্রাসী ও মাদবসেবীদের অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ টুটুলকে মারপিট করার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে কামারখন্দ উপজেলার ধামকোল বাজারে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাভেল হায়দার, সাধারন সম্পাদক মামুন সেখ ও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান।
বক্তারা বলেন, কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা তার সহযোগী নজরুল ইসলাম বিএ, লিটন মেম্বার, বিএনপি নেতা হায়দার ও ছানোয়ার হোসেন ধামকোল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করছিল। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় শনিবার সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা সোহেল আহম্মেদ টুটুলকে বেধড়ক পেটায় ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
বক্তারা অবিলম্বে ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম