এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় উস্মিতা সরকার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার নগরপাড়ায় এই ঘটনা ঘটে।
উস্মিতা নগরপাড়ার উজ্জ্বল সরকারের মেয়ে ও শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
উস্মিতার বাবা উজ্জ্বল সরকার জানান, গত শনিবার উস্মিতার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। গণিত বিষয়ে ফেল করার তার মধ্যে হতাশা নেমে আসে। তারপর পবিবারের সবাই তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। কিন্তু সোমবার ভোর ৬টার দিকে তার মা রুম পরিষ্কার করতে গিয়ে উস্মিতার ঝুলন্ত লাশ দেখতে পান। মেয়েকে উদ্ধার শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যবত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার বলেন, উস্মিতা মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে খুব সদালাপি মেয়ে ছিল। এভাবে আত্মহত্যা করে চলে গেলে তার সমাধান তো আসবে না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম