ফরিদপুরের চরভদ্রাসন থানা ছাত্রলীগের সম্মেলন-২০১৯ সোমবার বিকাল ৪টার দিকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে রাত ৮টার দিকে কামরুল হাসানকে সভাপতি ও হাসিবুল হাসান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম। থানা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন রুবেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাতি হাফিজুর রহমান, সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফ খান লাভলু, সাবেক সহ-সম্পাদক শামীম মীর, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এম মাইনুল হুসাইন রাজন, ঢাকা মহানগর উত্তর উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, ফদিপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি, সাইফুল আলম সোহাগ, সবুজ মোল্লা সনেট, সৌরভ সাহা, ভিপি সরকারি রাজেন্দ্র কলেজ নুর হোসেন মারুফ, জিএস আসিফ ইমতিয়াজ সজল ও সাবেক সহ-সভাপতি গুলশান থানা ছাত্রলীগের খান সবুজ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সার্বিক সঞ্চালনায় ছিলেন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/কালাম