সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতার জন্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম পরিবহন মালিক ও চালকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকালে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান ফিরোজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন ও ফজল-ই খুদা, পৌর কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এহিয়া বিশ্বাস, জেলা ট্রাক ও ট্যাংকলরি কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমূখ।
সভায় বক্তাগণ সড়ক পরিবহন আইন মেনে চলতে পরিবহন মালিক ও চালকদের সহোযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন