কুষ্টিয়ায় সড়ক পরিবহন আইন-২০১৮ (কার্যকর ১লা নভেম্বর-২০১৯) বাস্তবায়নের লক্ষ্যে পেশাদার গাড়ি চালক, হেলপার, কন্ট্রাক্টার, অপেশাদার চালকসহ সাধারণ জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের মজমপুর রেলগেট এলাকায় এ কার্যক্রমের নেতৃত্ব দেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, পিপিএম(বার)।
এসময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন