দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বিজুল বাজারে বালুবাহী ট্রলি উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম পুশি মিয়া (২৩)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুশি মিয়া বিরামপুর উপজেলায় শিমুলতলী গড়ের পাড় এলাকার বাবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজে নিয়োজিত একটি ট্রলি বালু নিয়ে বিরামপুর বিজুল বাজার এলাকায় যাচ্ছিল। গাড়িটি বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বালু শ্রমিক পুশি মিয়া রাস্তার পাশে পড়ে গেলে বালুর ট্রলিটি তার উপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিরামপুর থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম