মাগুরায় সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, নব নির্বাচিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সাংবাদিক তরিকুল আনোয়ার তরুণ, এমএ হাকিম, ইব্রাহিম আলী মোনাল, মোখলেছুর রহমান, আলোক বোস, রূপক আইচ,দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম