নেত্রকোনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত সোমবার ও মঙ্গলবার সকালে ময়মনসিংহের গোরীপুর, গাজীপুরের শ্রীপুর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হচ্ছেন- গৌরীপুরের মো. পাভেল মিয়া, মামুন খান, মাহমদপট্টির মামুন শেখ, মুন্সিগঞ্জের খলিল মিয়া ও শ্রীনগরের ইদ্রিস মিয়া।
ডিবির ওসি মো. শাহ নুর এ আলম জানান, গত ২৯ তারিখ শহরের মোক্তারপাড়া জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে ওমর সাইফুল্লাহ নামে এক যুবকের মোটরবাইকটি চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে ময়মনসিংহের গৌরীপুর থেকে পাভেল মিয়াকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে মামুন খাঁ নামে আরেক সদস্যকে ৩ নভেম্বর আটক করলে তার কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে ওমর সাইফুল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আটকদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আটকরা সকলেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। দেশব্যাপী তাদের বড় একটি গ্যাং রয়েছে। সারাদেশে তাদের গ্যাং সদস্যরা টার্গেট করে মোটরসাইকেল চুরি করে। তাদের পেছনে পুলিশের টিম কাজ করছে। আশা করা যায় সবগুলোকেই ধরা যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম