নরসিংদীর ঘোড়াশালে ৫টি স্বণের দোকান ও ১টি চাউলের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল স্বর্ণ পট্টিতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রুপার অলঙ্কার ও নগদ ১৮ লক্ষ টাকা লুট করে নেয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। ডাকাতদের এলোপাথারী পিটুনিতে দুইজন আহত হয়েছে।
পলাশ থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শীতলক্ষা নদী দিয়ে ৩ টি স্পীড বোটযোগে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঘোড়াশালের স্বর্ণ পট্টিতে হামলা করে। ওই সময় বাজারের নিরাপত্তা রক্ষীদের কাছে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। সকল নিরাপত্তারক্ষীদের এক সাথে বেধেঁ ফেলে। পরে তারা প্রিয় জুয়েলার্স, মা জুয়েলার্সসহ পরপর ৫টি স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে ভেতরে থাকা ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রুপার অলঙ্কার ও নগদ ১৮ লক্ষ টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে দুই জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে ডাকাতদল।
নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার বলেন, এরা সংঘবদ্ধ ডাকাত চক্র। তারা রাতে শীতলক্ষ্যা নদী দিয়ে ৩ টি স্পীড বোটের মাধ্যমে বাজারে প্রবেশ করে। বাজারে নিরাপত্তারক্ষীদের বেধে তারা ৫ টি স্বর্ণের দোকানে ডাকাতি করে। এখন সকল কিছু যাচাই বাছাই করে ডাকাতদের গ্রেফতারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/হিমেল