বগুড়ার নন্দীগ্রামে চেয়ারে বসে ফুটবল প্রতিযোগিতা খেলা দেখার জন্য ৫০ টাকার টোকেনে 'পদ্মা সেতু' নাম দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা 'পদ্মা সেতু'র কথা বলে চাঁদাবাজী করছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার টাইগার বহুমুখী যুব সমবায় সমিতির আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জালাল উদ্দিন মন্ডল স্মৃতি স্মরণে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গত এক সপ্তাহ আগে থেকে এলাকায় চলে মাইকিং ও পোস্টারিং। ক্লাবের সভাপতি ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী মঙ্গলবার সকাল থেকে চেয়ারে বসে খেলা দেখার জন্য ৫০ টাকার টোকেন বিক্রি শুরু করেন তার লোকজন দিয়ে। আগত দর্শকদের জন্য ১ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়। চেয়ারে বসে খেলা দেখা উপভোগ করতে ৫০ টাকার বিনিময়ে টোকেন কিনতে হচ্ছে। টোকেনে চেয়ার নাম্বার উল্লেখ ছাড়াও ক্লাবের সাহাযার্থে এবং 'পদ্মা সেতু'র নাম উল্লেখ রয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর জানান, খবর পেয়ে সেখানে পুলিশ সদস্য যায়। বিষয়টি সে বুঝতে না পারায় ক্ষমা চেয়ে বসেন। তারপরও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার জানান, এ ধরনের টোকেন বিক্রির কোন অনুমোদন দেওয়া হয়নি। না জানিয়ে আয়োজকরা এটা করতে পারে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল