পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া বাবা ইউসুফ তালুকদার, ছেলে আলমাছ তালুকদার, মেয়ে জামাই মুছা ও সুমনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের ১০দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য গত ২ নভেম্বর ভোরে পুলিশ উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে ওই চারজনকে চল্লিশ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় ইউসুফ তালুকদারের অপর ছেলে মূল হোতা বনি আমিন পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ইয়াবার এই চালানের মূল হোতাদের শণাক্ত করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল