নেত্রকোনার পূর্বধলা উপজেলার সীমান্ত ময়মনসিংহের ধৌবাউড়া চারুয়াপাড়া বিজিবি ক্যাম্পের নিকট ১০ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবির টহল টিম। আজ মঙ্গলবার দুপুরে সীমান্ত মেইন পিলার ১১৪৪ হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাইজপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়। তবে বিজিবি দেখে ফেলার পূর্বেই গরু নিয়ে আসা মালিকরা সেখান থেকে গরু ফেলে সটকে পড়েন।
নেত্রকোনা ব্যাটালিয়ান ( ৩১ বিজিব) উপ-অধিনায়ক অতিরিক্ত পারিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, চারুয়াপাড়া বিওপির হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি টহলদল এই গরুগুলোকে আটক করতে সক্ষম হন। আটক ১০ টি গরুর অনুমানিক মূল্য ২,৫০,০০০ টাকা হবে বলেও তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার