২০ নভেম্বর, ২০১৯ ১৮:৩৭

নাটোরে আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুরু

প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান। চালের মূল্য বৃদ্ধির প্রবণতার মুখেই এ কর্মসূচি বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছে খাদ্যবিভাগ। 

বুধবার সকালে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ। 

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, জেলা আওয়ামলী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাসসহ কৃষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। 

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধান সংগ্রহ অভিযান। কৃষি বিভাগ জানায়, নাটোরে জেলায় এবার ৫৯ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৩ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আর ইতোমধ্যেই বাজারে চলে এসেছে প্রায় দেড় লাখ মেট্রিক টন ধান।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর