২০ নভেম্বর, ২০১৯ ২০:৫৫

নেত্রকোনায় পরিবহন ধর্মঘটে দুর্ভোগ চরমে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পরিবহন ধর্মঘটে দুর্ভোগ চরমে

নেত্রকোনায় দ্বিতীয় দিনের মতো বুধবারও ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তন ও সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোনাতে এই কর্মবিরতি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। 

পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ বাস চালু থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকে। তবে বিআরটিসি বাসগুলো ছেড়ে গেছে যথাসময়ে। 

আন্তঃজেলা বাস টার্মিনাল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই চালকরা নিজ নিজ তাগিদে এই কর্মবিরতি পালন করছেন। বিশেষ করে সড়ক পরিবহন আইন সংশোধন না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানান তারা। এদিকে, ধর্মঘটের ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর