২১ নভেম্বর, ২০১৯ ১২:১৫

যারা গাছ কেটেছে তারা আমার আত্মীয় না, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি: এমপি আজিজ

অনলাইন প্রতিবেদক

যারা গাছ কেটেছে তারা আমার আত্মীয় না, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি: এমপি আজিজ

ডা. আব্দুল আজিজ (ফাইল ছবি)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে রাস্তার পাশ থেকে সরকারি গাছ কর্তনকারীদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। 

তিনি বলেন, অভিযুক্তরা মিথ্যা তথ্য নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। আমি সিরাজগঞ্জে বনায়নের পরিকল্পনা করেছি। সেখানে গাছ কাটার তো প্রশ্নই উঠে না।

এমপি আজিজ আরও বলেন, ওই এলাকায় আমার কোনো আত্মীয় নেই। গাছ কাটার খবর পাওয়ার পর আমি নিজেই রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসির সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে আমার নাম ভাঙিয়ে যারাই সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

এর আগে, এমপির আত্মীয় পরিচয় দিয়ে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠে আরিফুল, মনিরুল নামের স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ সময় এলাকাবাসী জানতে চাইলে অভিযুক্তরা এমপির আত্মীয় পরিচয় এবং তার নির্দেশনায় গাছ কাটছেন বলে দাবি করেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর