২১ নভেম্বর, ২০১৯ ১২:২৩

খুলনায় বাস ধর্মঘট অব্যাহত, চলছে না ট্রাক-কাভার্ডভ্যান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বাস ধর্মঘট অব্যাহত, চলছে না ট্রাক-কাভার্ডভ্যান

নতুন সড়ক পরিবহন আইন আংশিক সংশোধনের আশ্বাস দিলেও খুলনায় ৪র্থ দিনের মতো চালকরা কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার খুলনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। সেই সাথে বন্ধ রয়েছে পরিবহন ট্রাক ও কাভার্ডভ্যান। ধর্মঘটের কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

জানা যায়, ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে নতুন সড়ক পরিবহন আইনে আংশিক সংশোধনের আশ্বাসে কেন্দ্রিয়ভাবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। তবে খুলনাসহ দক্ষিণাঞ্চলে এখনো বাস চলাচল শুরু হয়নি।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, খুলনায় কর্মবিরতি অব্যাহত রেখেছে চালক-শ্রমিকরা। তিনি বলেন, নতুন আইনে দুর্ঘটনার জন্য চালকদের দায় নিতে হচ্ছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। চালকরা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। তারপরও তাদের শাস্তি হবে। এ কারণে নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর