রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকার নিচের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটি ফায়ার সার্ভিস বলছে, রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের রিজার্ভ বাজার এলাকার নিচের সড়ক এলাকার বাসিন্দা বাবুল সওদাগরের ভাড়াটিয়া বাসার রান্না ঘরের চালে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে এ আগুন মুহুর্তে ঘরের আশপাশের অন্যান্য ঘরে ও চারপাশে ছড়িয়ে পড়ে। এ আগুনে পুড়ে যায় প্রায় ৬টি ঘর।
খবর পেয়ে ছুটে আসেন রাঙামাটি ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় সবাই মিলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, অসচেতনার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম