২১ নভেম্বর, ২০১৯ ১৬:১৩

চুয়াডাঙ্গায় বাস চলাচল চতুর্থ দিনেও বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাস চলাচল চতুর্থ দিনেও বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে চুয়াডাঙ্গাতে চতুর্থ দিনের মতো যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। 

এতে সকাল থেকে অসংখ্য যাত্রী টার্মিনাল, বাসস্ট্যান্ড ও কাউন্টারগুলোতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।

চুয়াডাঙ্গা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এ নাসির জোয়ার্দ্দার বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি আমরা শুনেছি। যেহেতু সিদ্ধান্ত হয়েছে অনেক রাতে, এ কারণে বৃহস্পতিবার আমরা বাস চালানো শুরু করতে পারিনি। আগামীকাল শুক্রবার থেকে চুয়াডাঙ্গা জেলার গাড়িগুলো চলতে পারে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর