২১ নভেম্বর, ২০১৯ ১৬:১৮

বোয়ালমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

বোয়ালমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়। এ বছর বোয়ালমারী উপজেলায় রবি/২০১৯-২০ মৌসুমে এবং পরবর্তী খরিফ-১ মৌসুমে সর্বমোট ১০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা, সরিষা, পিয়াজ, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল ও গ্রীষ্মকালীন মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর