মানিকগঞ্জে হাফিজুল ইসলাম খান (উট্টু) স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। আজ রবিবার সকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই লীগের উদ্বাধন করেন (ডিডিএলজি) উপ-সচিব ফৌজিয়া খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, গাজী খায়রুল হুদা ফারুক, বাসুদেব সাহা, রিপন শিকদার প্রমুখ।
উদ্বোধনী খেলায় এসএস ক্লাব ৭-১ গোলে সাকুচিয়া ইয়াং স্পোটিং ক্লাবকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্ণামেন্টে জেলার ৭টি ক্লাব অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম